আগরতলা, ২৩ মে (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। সংসদীয় নিয়ম মেনে তাঁকে মুখ্যমন্ত্রী হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচনে জয়ী হতে হবে। বর্তমানে ত্রিপুরায় ৪টি বিধানসভা আসন শূন্য রয়েছে। ফলে, ওই চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে। আজ মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ইঙ্গিত দিয়েছেন, ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রের তিনি বাসিন্দা। স্বাভাবিকভাবে ওই কেন্দ্রেই প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে, দলের সিদ্ধান্ত মেনেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রসঙ্গত, আজ সোমবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে রাজ্য কমিটির সমস্ত পদাধিকারী এবং সমস্ত জেলায় সভাপতি ও সম্পাদকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার পৌরহিত্যে ওই সভায় সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ বিষয়ে প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, প্রদেশ কার্যকারিণী বৈঠককে লক্ষ্য রেখে আজকের বৈঠকের আয়োজন করা হয়েছে। তাছাড়া, দলীয় কর্মীদের প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত বিষয় নিয়েও আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিন তিনি জানান, ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনের জন্য দল পুরোপুরি প্রস্তুত রয়েছে। নির্বাচন দপ্তর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেই দল কোমর বেঁধে ময়দানে নেমে পড়বে।তিনি বলেন, নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা সম্পর্কে অবগত নন। তবে, নির্বাচন ঘোষণা হলে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আজ সাফ জানান, দলের সিদ্ধান্তে জে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতায় তিনি প্রস্তুত। তবে, তিনি ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রের বাসিন্দা। তাই, ওই কেন্দ্রে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।