ম্যানিলা, ২৩ মে (হি. স.) : ফিলিপিন্সে একটি হাই-স্পিড ফেরিতে আগুনে প্রাণ হারালেন ৭ জন, এই অগ্নিকাণ্ডে আরও ৭ জন নিখোঁজ রয়েছেন। নিরাপদে উদ্ধার করা হয়েছে ১০৫ জন যাত্রীকে। স্থানীয় সময় সোমবার ভোরে ১২৪ জন যাত্রীকে নিয়ে কুইজোন প্রদেশের পলিলো দ্বীপ থেকে রিয়াল বন্দরে যাচ্ছিল ফেরিটি। সেই সময় যাত্রীবোঝাই ফেরিতে আগুন ধরে যায়।
উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ভোর ৫টা নাগাদ ফেরিটি পলিলো দ্বীপ থেকে রওনা হওয়ার পর ভোর ৬.৩০ মিনিটে বিপদ সঙ্কেত পাঠায়। আগুনে ৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৫ জন মহিলা ও ২ জন পুরুষ। এ পর্যন্ত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে আহত ২৩ জনের চিকিৎসা চলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ৭ জন নিখোঁজ বলেও জানা গিয়েছে।