নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ নাশকতার আগুনে পুড়লো এক শিক্ষকের গাড়ি৷ ঘটনা বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়৷ এই ঘটনায় মুহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷
জানা যায়, অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবারও উদয়পুর মহকুমাধীন চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীপন ভৌমিক তার ব্যক্তিগত গাড়িটিকে স্কুলের গেইটের সামনে রেখে স্কুলে যান৷ এদিন স্কুলে পরীক্ষা চলায় তিনি পরীক্ষার ডিউটিতে ছিলেন৷ সাড়ে বারোটা নাগাদ এক ব্যক্তি গাড়িতে আগুন দেখতে পেয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের খবর দিলে গাড়ির কর্ণধার শিক্ষক দীপন ভৌমিক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা দৌড়ে এসে গাড়িতে আগুন দেখতে পেয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ শিক্ষক দীপন ভৌমিক জানান, ঘটনাটি নাশকতামূলক৷ কেননা গাড়ির উপরে এবং চারিদিকে পেট্রোলের গন্ধ৷ তাছাড়া গাড়ির পাশেই দেশলাই এর কাঠি পড়ে আছে বলে জানান তিনি৷ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে৷