নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ অবশেষে বড়সড় সাফল্য পেলো উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি সুকটি সহ ২টি মোবাইল ফোন সহ ছিনতাইবাজকে আটক করে রাধাকিশোরপুর থানার পুলিশ৷ ঘটনা, বুধবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন রাজারবাগ এলাকায়৷ ধৃত দুই যুবকের নাম নবজ্যোতি ব্রম্ম এবং সুমন দেবনাথ৷ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷
জানা যায়, দীর্ঘদিন ধরেই উদয়পুর রেলস্টেশন, রাজারবাগ, কলেজ সহ শহরের বিভিন্ন প্রান্তে নম্বরবিহীন এই সুকটি দিয়ে সাধারন লোকজনদের থেকে ধৃত দুই যুবক মোবাইল ফোন ছিনতাই করে আসছিলো বলে অভিযোগ৷ গোপন খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে মহারানি পুলিশ ফাঁড়ির ওসি দেবব্রত দত্ত সহ রাধাকিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী রাজারবাগ এলাকা থেকে নম্বরবিহীন সুকটি সহ অভিযুক্ত দুই মোবাইল ফোন ছিনতাইকারী যুবককে আটক করে থানায় নিয়ে আসে৷ এদিকে পুলিশি জেরায় অভিযুক্ত দুই যুবক মোবাইল ফোন ছিনতাই করার ঘটনা স্বীকার করে নেয়৷