Supreme Court : সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মঞ্জুর আজম খানের, সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার স্বাধীনতা

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): উত্তর প্রদেশের রামপুরের কোতোয়ালি থানার একটি মামলায় সমাজবাদী পার্টির নেতা আজম খানকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত জামিনের জন্য আবেদন করার স্বাধীনতা দেওয়া হয়েছে আজম খানকে, এ জন্য দুই সপ্তাহ সময় পাবেন তিনি। নিয়মিত জামিনের বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি এল নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন একটি বেঞ্চ মামলার অদ্ভুত তথ্যের পরিপ্রেক্ষিতে আজম খানকে স্বস্তি দেওয়ার জন্য সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে। এই বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এ এস বোপান্না। বেঞ্চ জানিয়েছে, অনুচ্ছেদ ১৪২-এর অধীনে ক্ষমতা প্রয়োগ করার জন্য এটি একটি উপযুক্ত মামলা। প্রসঙ্গত, উত্তর প্রদেশের রামপুরে জমি দখল-সহ বেশ কয়েকটি মামলায় এই মুহূর্তে সীতাপুর কারাগারে বন্দি রয়েছেন আজম খান।