নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ প্রচন্ড ঝড় বৃষ্টিতে অল্পবিস্তর ক্ষতি হয়েছে বামুটিয়া এলাকায়৷ এদিন সকালের প্রায় এক ঘণ্টা সময় যাবত প্রচন্ড ঝড় বৃষ্টি হয়৷ এলাকার বিভিন্ন অঞ্চলে গাছ ভেঙে পড়ে৷ বন্ধ হয়ে যায় রাস্তাঘাট৷ ব্যহত হয় যান চলাচল ও বিদ্যুৎ পরিষেবা৷ অন্যদিকে বিশেষ করে সমতল কৃষিজমিতে জল জমার সমস্যা দেখা গেছে কোন কোন অঞ্চলে৷ বামুটিয়ার বেড়ীমুড়া এলাকায় আগরতলা বামুটিয়া সড়কে বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে৷
একি ভাবে বিদ্যুৎ পরিবাহী তারের ক্ষতি হয়৷ ফলে দীর্ঘ সময় যাবত এলাকায় যানচলাচল ও বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে নিচু জমি কৃষকরা সমস্যার সম্মুখীন৷ উৎপাদিত সবজি বৃষ্টির জলের তলিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের৷