নয়াদিল্লি, ১৩ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯০.৯৯-কোটির গণ্ডি অতিক্রম করে ফেলল ভারত, পৌঁছে গিয়েছে নতুন মাইলফলকের দোরগোড়ায়। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষ ০৩ হাজার ২২০ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা (মোট ৪৮৩ দিনে) পর্যন্ত ১,৯০,৯৯,৪৪,৮০৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত, ৩.১২ কোটিরও বেশি (৩,১২,৯৭,৩৯১) কিশোর-কিশোরীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১২ মে সারা দিনে ভারতে ৪,৮৬,৬২৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা আগের দিনের তুলনায় বেশি। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,২৯,৪৪,৭৯৫-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৮৬,৬২৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৮৪১ জন।