Cricket : বৃষ্টি ভিলেন : আকাশের দিকে তাকিয়েই বৃহস্পতিবার ফের চার মাঠে চার ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।। এখন ভিলেন বৃষ্টি। আবহাওয়া, খেলা পরিত্যক্ত হওয়ার মতো পরিস্থিতিই এখন আলোচ্য বিষয়। আগামীকাল কি হবে, এই মুহূর্তে হলফ্ করে বলা যাচ্ছে না। তবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি প্রতিকূল হলে, ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হলে, দুটি দল ২-২ করে পয়েন্ট পেলে, টুর্নামেন্টের চেহারাটাই পাল্টে যায়। তবুও কিছু করার নেই। আকাশের দিকে তাকিয়ে থেকেই এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে। টিসিএ আয়োজিত সিনিয়র লীগ আন্তঃমহকুমা রাজ্যস্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের কথা বলা হচ্ছে। সূচি অনুযায়ী আগামীকাল টুর্নামেন্টের পঞ্চম দিনেও চার মাঠে চারটি খেলা হওয়ার কথা রয়েছে।

কৈলাশহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে কাঞ্চনপুর খেলবে ধর্মনগরের বিরুদ্ধে। কাঞ্চনপুরের পক্ষে ম্যাচটি নিয়ম রক্ষার। প্রথম দুটি ম্যাচে হেরে কাঞ্চনপুর মূল পর্বে খেলার সুযোগ থেকে ছিটকে গেছে। ধর্মনগরের চেষ্টা থাকবে অন্ততপক্ষে জয়ী হয়ে মূল পর্বে খেলার। ম্যাচ পরিত্যক্ত হলেও ক্ষতি নেই, ধর্মনগর কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিতে পারবে। মেলাঘরে খেলা হবে উদয়পুর ও সাব্রুমের মধ্যে। উদয়পুর ইতিমধ্যে শেষ আটে খেলা নিশ্চিত করে নিয়েছে। জয় পেলে অথবা ম্যাচ পরিত্যক্ত হলে সাব্রুম এর সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালে খেলার। এমবিবি স্টেডিয়ামে খেলা রয়েছে সদর ও বিশালগড়-এর মধ্যে। এতেও একই অবস্থা। সদর যথারীতি কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। তবে বিশালগড়ের লক্ষ্য রয়েছে, জয় ছিনিয়ে অথবা পরিত্যক্ত ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়ে কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করা। কমলপুরে কালীবাড়ি  প্লে গ্রাউন্ডে খেলা হবে কমলপুর বনাম মোহনপুরের মধ্যে। কমলপুরের সুযোগ নেই মূল পর্বে খেলার।

তবে  মোহনপুরের প্রত্যাশা আগামীকালের ম্যাচে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো। ম্যাচ পরিত্যক্ত হলেও মোহনপুরের উদ্দেশ্য সার্থক হবে। এখন দেখার বিষয় বৃষ্টি, আবহাওয়া এবং মাঠের পরিস্থিতি টুর্নামেন্টকে কোন দিকে চালিত করে এবং মূল পর্বে কোন দল খেলার ছাড়পত্র পায়।