নয়াদিল্লি ও নিউইয়র্ক, ১১ মে (হি.স.): রাষ্ট্রসঙ্ঘে হিন্দি ভাষার প্রসার ও প্রচারের লক্ষ্যে ৮ লক্ষ ডলার সাহায্য করেছে ভারত। গোটা বিশ্বের হিন্দিভাষী জনতার সামনে রাষ্ট্রসঙ্ঘের তথ্য হিন্দিতে প্রচারের লক্ষ্যে ২০১৮ সালে একটি প্রকল্পের সূচনা করে ভারত। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত/উপ-প্রতিনিধি, আর রবীন্দ্র ভারত কর্তৃক ২০১৮ সালে চালু করা ‘রাষ্ট্রসঙ্ঘে হিন্দি’ প্রকল্পের জন্য চেক হস্তান্তর করেছেন।
‘রাষ্ট্রসঙ্ঘে হিন্দি’ প্রকল্পটি হিন্দি ভাষার প্রচার ও প্রসারের জন্য ভারত সরকারের ক্রমাগত প্রচেষ্টার একটি অংশ। গোটা বিশ্বের লক্ষ লক্ষ হিন্দিভাষীদের মধ্যে বৈশ্বিক সমস্যা সম্পর্কে বৃহত্তর সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৮ সালে ‘রাষ্ট্রসঙ্ঘে হিন্দি’ প্রকল্পটি চালু করা হয়েছিল।