Encounter : বিক্ষোভকারীকে গুলি করে আত্মঘাতী মাহিন্দা রাজাপক্ষের শীর্ষস্থানীয় সাংসদ

কলম্বো, ৯ মে (হি. স.) : এক বিক্ষোভকারীকে গুলি করে মেরে আত্মঘাতী হলেন মাহিন্দা রাজাপক্ষের শীর্ষস্থানীয় সাংসদ। জানা গিয়েছে, আত্মহত্যা করেছেন অমরাকীর্থি আথুকোরালা। সোমবার ঘটনাটি ঘটেছে নিতামবুয়া শহরে ।

সাংসদ এদিন গাড়ি করে যাচ্ছিলেন। গাড়ি নিতামবুয়া শহরে ঢুকলে তাঁর গাড়ি ধরে দুজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধৈর্য হারিয়ে অমরাকীর্থি গাড়ি থেকে বেরিয়ে এক বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন দ্বিতীয়জন। এরপর ক্ষিপ্ত জনতা সাংসদ অমরাকীর্থিকে তাড়া করলে কাছাকাছি একটি বাড়িতে আশ্রয় নেন তিনি । বাড়ির বাইরে পা রাখলে মৃত্যু নিশ্চিত, সেটা বুঝতে পেরেই অমরাকীর্থি ওই বাড়িতেই কপালে বন্দুক ঠেকিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়। কিন্তু ওই জনস্রোত দেখে তারা আর এগিয়ে যাওয়ার সাহস দেখায়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও দেহ উদ্ধার করা যায়নি।