পশ্চিম জোন:২০৭ & ৯৬/৫ (ডি:)
উত্তর জোন: ১০০ & ৯৬
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। অনূর্ধ্ব-১৪ আসরের পর অনূর্ধ্ব-১৫ আসরেও। রাজ্য সেরা হলো পশ্চিম জোন। রবিবার প্রথম দিনই রাজ্য সেরা হওয়া অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো সুজিত রায়ের দলের। দেখার ছিলো উত্তর জোনের ক্রিকেটাররা দ্বিতীয় দিনে কতটা লড়াই ছুড়ে দিতে পারে। কার্যত তা হলো না। প্রথম ইনিংসে লিড নিয়ে নয়, সরাসরি জয় পেয়ে অপরাজিত ভাবে রাজ্য সেরা হলো পশ্চিম জোন। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পশ্চিম জোন ১০৮ রানে পরাজিত করে উত্তর জোনকে। দ্বিতীয় দিনে পশ্চিম জোনকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয় রাকেশ রুদ্র পালের বিষাক্ত স্পিনের ভেলকি। পশ্চিম জোনের ২০৭ রানের জবাবে উত্তর জোন প্রথম ইনিংসে মাত্র ১০০ রান করতে সক্ষম হয়। ১০৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ঝড়ো ব্যাট করে ৯৬ রানে ৫ উইকেট হারানোর পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে পশ্চিম জোন।
জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে উত্তর জোন মাত্র ৯৬ রান করতে সক্ষম হয়। পশ্চিম জোনের রাকেশ রুদ্র পাল ৫ উইকেট পেয়েছে। প্রথম দিনের ৫ উইকেটে ৬৮ রান নিয়ে খেলতে নেমে এদিন আরও ৩২ রান যোগ করার ফঁাকে শেষ ৫ টি উইকেট হারায় পশ্চিম জোন। এদিন উত্তর জোনের হয়ে ফিদা রহমান ৯২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং অভিক পাল ১৮ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। পশ্চিম জোনের পক্ষে আকাশ রায় (৫/১২), রাকেশ রুদ্র পাল (৩/২২) এবং রিয়াদ হুসেন (২/৩০) সফল বোলার। ১০৭ রানে এগিয়ে থেকে পশ্চিম জোন দ্বিতীয় ইনিংসে ঝড়ো ব্যাট করে ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৭ রান করে। দলের পক্ষে আয়ুষ দেবনাথ ৭৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩২,রাকেশ রুদ্র পাল ৪৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং বেদাব্রত ভট্টাচার্য ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ (অপ:) রান করে। উত্তর জোনের পক্ষে রেজাউল ইসলাম (২/১৯) সফল বোলার।
২০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পশ্চিম জোনের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে তেমন মাথা তুলে দাড়াতে পারেনি উত্তর জোনের ব্যাটসম্যানরা। বিশেষ করে রাকেশ রুদ্র পালের ভেলকির সামনে মুখ থুবড়ে পড়ে উত্তর জোন। দলের পক্ষে অভিক পাল ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮,বিজয় শীল ২১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭,শৌভিক চক্রবর্তী ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ এবং ফিদা রহমান ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। পশ্চিম জোনের পক্ষে রাকেশ রুদ্র পাল (৫/৩১) এবং রিয়াদ হুসেন (২/৪) সফল বোলার। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজ্য সেরা হয়ে খুশি পশ্চিম জোনের কোচ সহ ক্রিকেটাররা। জয়ের পুরো কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন কোচ সুজিত রায়। তিনি স্পষ্টভাবেই বলেন,”ছেলেরা পরিশ্রমের ফল পেলো। যেভাবে বলেছি সেভাবেই খেলেছে ছেলেরা। আর এতেই সাফল্য”।