Cricket : প্রথম জয়ের স্বাদ পেয়ে শেষ আটের আশা জিইয়ে রেখেছে খোয়াই দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে খোয়াই মহকুমা দল। হারিয়েছে কমলপুরকে ১৭ রানের ব্যবধানে। টিসিএ আয়োজিত সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেটে খোয়াই মহকুমা দল নিজেদের দ্বিতীয় ম্যাচে কমলপুরকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে মোহনপুরের কাছে ২১০ রানে পরাজয়ের পর আজ ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরতেই কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছে।

কমলাপুরে কালীবাড়ি প্লে গ্রাউন্ডে সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে খোয়াই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে খোয়াই ২৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে পার্থ স্বরের ৬০ রান, সুমন দেববর্মার ৫৭ রান এবং নিশিকান্ত দেবনাথের ৫০ রান উল্লেখযোগ্য। পার্থ ৫৮ বলে চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান এবং সুমন ৬৩ বল খেলে ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা মেরে ৫৭ রান সংগ্রহ করে। কমলপুরের বোলার প্রানতোষ দাস ৪৪ রানে ৪টি উইকেট তুলে নেন। এছাড়া, আবদুল কালাম পেয়েছে তিনটি উইকেট ৩৪ রানের বিনিময়ে।

জবাবে ব্যাট করতে নেমে কমলপুর ৪৭.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে বিজন শুক্লবৈদ্য ৪৮ বল খেলে ৯টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে ৬৪ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষরক্ষা সম্ভব হয়নি। খোয়াই-এর দেবজিত পাল ৩৩ রানে ৩টি উইকেট পেয়েছে। নিশিকান্ত পেয়েছে একটি উইকেট। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে নিশিকান্ত দেবনাথ ম্যান অব দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *