Attack : আমতলীতে বাড়িতে ঢুকে দুসৃকতিদের মারধর, ভাঙচুর ও অগ্ণিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ শনিবার গভীর রাতে আমতলী থানা এলাকার শচীন্দ্রলাল এলাকায় একটি বাড়িতে দুর্বৃত্তরা হামলা ভাঙচুর এবং অগ্ণিসংযোগের ঘটনা সংঘটিত করেছে৷ বাড়ির মালিকের নাম শাহজাহান মিয়া৷

ঘটনার বিবরণে জানা যায় গভীর রাতে কতিপয় দুর্বৃত্ত শাহজাহান মিয়ার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং শাহজাহান মিয়ার দুই ছেলেকে বেধড়ক মারধর করে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ৷ পুলিশের সামনে শাহজাহান মিয়ার দুই ছেলেকে দুর্বৃত্তরা মারধর করেছে বলে অভিযোগ৷ বাড়িতে হামলা ও ভাংচুরের পাশাপাশি বসত ঘরে অগ্ণিসংযোগ করেছে দুর্বৃত্তরা৷

অগ্ণিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে৷ ততক্ষনে বসতঘর ভস্মীভূত হয়ে যায়৷ তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷  এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আমতলী থানা সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷ কেন এই ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷

আক্রান্ত পরিবারের লোকজন জানিয়েছেন আক্রমণকারীদের তার চিনতে পেরেছেন৷ পূর্ব কোন শত্রুতার জেরেই এ ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ আমতলী থানার পুলিশ জানিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার সংবাদ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *