উত্তর ২৪ পরগণা, ৮ মে (হি.স.) : বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তের লাগোয়া একটি পরিত্যক্ত ঘর থেকে রবিবার ভোররাতে সাত কেজি রুপোর গহনা উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পাচারের চেষ্টা ব্যর্থ হলেও অভিযুক্তদের মধ্যে কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।পাচারকারীরা বাংলাদেশে পাচার করতে না পেরে বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তে ওই পরিত্যক্ত ঘরে রেখে পালিয়ে যায় বলে খবর। উদ্ধার হওয়া গহনাগুলির বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। সেগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে খাওয়া হয়েছে।
সূত্রের খবর, ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষীদের কাছে খবর পৌঁছায়। রাতের অন্ধকারে সীমান্ত লাগোয়া পরিত্যক্ত ওই ঘরে কে বা কারা ঢুকেছে। তারপর সীমান্তরক্ষী বাহিনীকে দেখে প্যাকেট করা প্রায় ৭ কেজি রুপোর গহনা ফেলে পালিয়ে যায় তারা। প্রাথমিক অনুমান বাংলাদেশে পাচারের উদ্দেশে এগুলিকে জড়ো করা হয়েছিল।