পাটনা, ৮ মে (হি.স.) : শনিবার মধ্যরাতে জেহানাবাদ জেলার এক গায়িকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিনজন। বিহারের পাটনার রামকৃষ্ণ নগর থানার অন্তর্গত জ্যোতি বাবা পাথে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে এই মহিলাকে গান পরিবেশনে ডাকা হয়েছিল।
পুলিশ জানায়, অভিযুক্ত তিনজন ওই মহিলাকে একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। গায়িকা কোনোমতে অভিযুক্তদের খপ্পর থেকে পালিয়ে অন্য ঘরে পৌঁছে ভিতর থেকে দরজা বন্ধ করে পরে পুলিশকে ডাকেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে এবং অভিযুক্তদের কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার করে বলে পাটনার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মানবজিৎ সিং ধিল্লন জানিয়েছেন।