আগরতলা, ৬ মে : ভাটি অভয়নগরে সংজ্ঞাহীন অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। সংজ্ঞাহীন মহিলাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই মহিলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি।
ভাটি অভয়নগরে সংজ্ঞাহীন অবস্থায় মহিলাকে উদ্ধারের সংবাদে স্থানীয় জনমনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিভাবে ওই মহিলা সংজ্ঞাহীন অবস্থায় রাস্তার পাশে পড়ে রইলেন সে বিষয়টিও স্থানীয় মানুষের মধ্যে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে।
—