নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত গরু চোর, মধুপুর থানা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় চুরি হয়ে যাওয়া গরু৷ সংবাদে প্রকাশ, ২৩ এপ্রিল কৈয়াডেপা বাসিন্দা হেমেন্দ্র দেবনাথের বাড়ি থেকে ভোর রাতে একটি গবাদিপশুর চুরি করে নিয়ে যায় চোর, পরবর্তী সময়ে গবাদিপশুর মালিক হেমেন্দ্র দেবনাথ খবর পেলেন কোনাবন রতন দাসের বাড়িতে উনার চুরি হয়ে যাওয়া গবাদিপশুটি রয়েছে সাথে সাথে ছুটে যান হেমন্ত দেবনাথ রতন দাসের বাড়িতে৷ সেখানে গিয়ে জানতে পারেন কৈয়াডেপা এলাকার কুখ্যাত গরুচোর বিষ্ণু দাস গবাদিপশুটি চুরি করে নিয়ে রতন দাসের কাছে বিক্রি করে দেন৷
পরবর্তী সময়ে গবাদিপশুর মালিক হেমন্ত দেবনাথ গরুচোর বিষ্ণু দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ মধুপুর থানার পুলিশ রবিবার গভীর রাতে কৈয়াডেপা এলাকা থেকে কুখ্যাত গরুচোর বিষ্ণ দাস কে গ্রেপ্তার করেন৷ সোমবার দুপুর ১ টায় চুরি হয়ে যাওয়া গবাদিপশুটি প্রকৃত মালিক হেমেন্দ্র দেবনাথের হাতে তুলে দেয় মধুপুর থানার পুলিশ৷ কুখ্যাত গরুচোর বিষ্ণুদাস দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে গরু চুরি করে বাংলাদেশে পাচার করে দিচ্ছে৷ তার মধ্যে দীর্ঘ দুইবার গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ কিন্তু সেখান থেকে ছুটে আবার বাড়িতে গিয়ে গরু চুরি আবার শুরু করে দেয়৷
তবে সেই দুই যাত্রা বেঁচে গেল এইবার হাতেনাতে ধরে গরুর মালিক কুখ্যাত চোর বিষ্ণুদাস এর বিরুদ্ধে মধুপুর থানা মামলা করে৷ তবে এলাকাবাসীর অভিমত সেজাল থেকে রেহাই পেয়ে আবার দ্বিতীয়বার চুরি শুরু করে দেয়৷ এখন দেখার বিষয় মধুপুর থানা কি ব্যবস্থা নেয়৷

