আগরতলা, ৩ মে : ফের শহরের বুকে চুরি কান্ড ঘটেছে। ঘটনা সোমবার গভীর রাতে আগরতলা বনকুমারি হারাধন দেবনাথের বাড়িতে।
ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার ব্যাংক থেকে নগদ ২০ হাজার টাকা তুলে এনে ঘরে রাখেন হারাধন বাবু। টাকাগুলি আলমারিতে রেখে রাতে পাশের ঘরে ঘুমোতে যান। ঘুম থেকে উঠে দেখতে পান তিনি যে ঘরে ঘুমিয়েছেন সেই ঘরের দরজার বাইরে থেকে গামছা দিয়ে বাঁধা। এবং আলমারি থেকে নগদ টাকা গুলি নিয়ে গেছে চোরের দল। ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। চিত্কার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। চিকিৎসার জন্য ওই টাকা এনে ছিলেন হারাধন বাবু। পুলিশ ঘটনার তদন্ত করছে।