তেলিয়ামুড়া, ৩ মে : বৃষ্টির নোংরা জল মানুষের বাড়িঘরে প্রবেশ করে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তেলিয়ামুড়া থানাধীন জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৭নং ওয়ার্ড এলাকায় জনৈক নেতার কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছেন।
এই ৭ নং ওয়ার্ড তথা ইচারবিল এলাকার বাম নেতা বলে পরিচিত দিলীপ চৌধুরী। মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। তাতে, জগন্নাথ বাড়ি পঞ্চায়েতের ৭নং ওয়ার্ড এলাকায় বৃষ্টির নোংরা জল ফুলে-ফেঁপে উঠে গৃহস্থের বাড়িতে প্রবেশ করেছে। এভাবে মুহুর্তের মধ্যে বহু বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। তার কারণ অনুসন্ধান করতে এলাকার কিছু যুবক রাস্তায় বেরিয়ে প্রত্যক্ষ করেন বাম নেতা দিলীপ চৌধুরী একটি ড্রেন বহু আগে থেকেই বন্ধ করে দিয়েছিলেন। বৃষ্টির জল আটকে গেছে। বিষয়টি জানতে পেরে যুবকদের পাশাপাশি এলাকার মহিলারও ক্ষুব্ধ হন। তাঁরাই কোদাল হাতে নিয়ে দীলিপ বাবুর দ্বারা বন্ধ করা ড্রেন মাটি কেটে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এভাবে কিছুক্ষণের মধ্যেই মানুষের বাড়িঘরে জমা জল নিষ্কাশন হয়ে গেছে।