10323 : বাম জমানায় রায়ের ভুল ব্যাখ্যা করেছেন আমলারা, সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্যে দাবি চাকুরিচ্যুত শিক্ষকদের

আগরতলা, ২ মে (হি. স.) : বহুল চর্চিত চাকুরিচ্যুত শিক্ষক মামলা আবারও বিতর্কের জন্ম দিয়েছে। মামলায় পক্ষভুক্ত ছিলেন না, তবু বাম জমানায় রায় নিয়ে আমলাদের ভুল ব্যাখ্যায় চাকুরী বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টে আরটিআই-র মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই দাবি করেছেন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। তাই, তাঁরা আগামী ৪ মে দুই ঘন্টার গণঅবস্থানের মধ্য দিয়ে চাকুরী ফিরিয়ে দেবার আবেদন জানাবেন। শিক্ষা অধিকর্তাকে তাঁরা মেমোরেন্ডামও দেবেন।  

সোমবার ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সাংবাদিক সম্মেলনে বলেন, সম্প্রতি সুপ্রিমকোর্টে আরটিআই-র মাধ্যমে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। তাতে জানা গেছে, যে রায়ের ভিত্তিতে তাঁদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই মামলায় পক্ষভুক্ত ছিলেননা অধিকাংশ শিক্ষক-শিক্ষিকারাই। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলারা আদালতের রায়কে ভুল ব্যাখ্যা করে তাদেরকে চাকুরিচ্যুত করেছেন বলে দাবি শিক্ষক-শিক্ষিকাদের। 

জনৈক শিক্ষকের কথায়, ওই তথ্যের ভিত্তিতে চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ৪ মে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এক গণঅবস্থানের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টা থেকে ২ ঘণ্টার গণঅবস্থান অনুষ্ঠিত হবে। সেই গণঅবস্থান থেকে ৫ জনের এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার নিকট এক মেমোরেন্ডাম পেশ করবে। মামলায় তাঁরা পক্ষভুক্ত ছিলেন না, সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্যও পেশ করা হবে। 

চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা আরো বলেন, বর্তমান সরকার কথা দিয়েছে সংবিধান এবং আদালতের রায় মেনে যদি ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের বাঁচানো সম্ভব হয় তাহলে সরকার তা করবে। যেহেতু শিক্ষক-শিক্ষিকাদের কাছে প্রমাণ রয়েছে তাই সেটি বিবেচনা করে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার দাবি জানান চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *