নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ ডিওয়াইএফআই- র রাজ্য সম্মেলন আগামী ৪ঠা এবং ৫ মে ডিওয়াইএফআই-র ১৫ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা টাউন হলে৷ মূলত ধর্মনিরপেক্ষতা এবং শ্রমিকদের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখেই এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে৷ এই সম্মেলনকে কেন্দ্র করে শনিবার রাজধানী আগরতলায় ডিওয়াইএফআই-র এক বাইক রেলির আয়োজন করা হয়েছে৷ মূলত সমাজের প্রত্যেক জনগণের কাছে ডিওয়াইএফআই-র বার্তা পৌঁছে দিতেই এই বাইক রেলি বলে জানান ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ এছাড়াও ১৫ তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ডিওয়াইএফআই৷
2022-04-30