নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে আমবাসা থানার পুলিশ আমবাসা রেল স্টেশন থেকে ৪ যুবককে আটক করেছে৷ ঘটনার বিবরণে জানা যায় আমবাসা রেল স্টেশন এলাকায় ৪নেশাখোর যুবক ঘোরাফেরা করছিল৷ খবর পেয়ে আমবাসা থানার পুলিশ রেলস্টেশন থেকে ৪ যুবককে আটক করে থানায় নিয়ে যায়৷ উল্লেখ্য আমবাসা স্টেশনে গত বেশ কিছুদিন ধরেই মাতালদের দৌরাত্ম্য ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ পুলিশ নেশা বিরোধী অভিযানে ব্যাপক তৎপরতা শুরু করেছে বলে দাবি করেছে৷
2022-04-30