কেরল, ২৭ এপ্রিল (হি.স.): নিজের বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগ অস্বীকার করলেন মালায়ালাম অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু। বুধবার ফেসবুক লাইভে অভিনেতা বিজয় বাবু জানিয়েছেন, “আমি মোটেও ভীত না, যেহেতু আমি কিছুই করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে, আমিই শিকার। আমার বিরুদ্ধে অভিযোগ আনা মহিলাকে ২০১৮ সাল থেকে আমি জানি।” অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু আরও বলেছেন, “এরপর কী হয়েছে তা আমি আপনাদের বলতে চাইছি না। যা বলার আদালতে বলব। সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আমার কাছে। আমি পাল্টা মামলা করব। এছাড়াও মানহানির মামলাও করব।”
মালায়ালাম অভিনেতা বিজয় বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন একজন মহিলা, ওই মহিলা নিজেও অভিনেত্রী। অভিযোগ, সিনেমায় সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে তাঁর সঙ্গে যৌন নিগ্রহ করেছেন অভিনেতা বিজয় বাবু। গত ২২ এপ্রিল কেরল পুলিশের এর্নাকুলম সাউথ থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাতে জানানো হয়েছে, ছবিতে চরিত্র পাইয়ে দেওয়ার নামে নিজের কোচির ফ্ল্যাটে ডেকে একাধিক বার তাঁকে যৌননিগ্রহ করেন বিজয় বাবু। অবশেষে মুখ খুললেন মালায়ালম ছবির অভিনেতা-প্রযোজক বিজয় বাবু। ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। অভিনেতা-প্রযোজকের বক্তব্য, নিগ্রহকারী নন, তিনিই আসলে শিকার! শুধু অভিযোগ অস্বীকার নয়, ফেসবুক লাইভে একাধিক বার অভিযোগকারিণীর নামও প্রকাশ্যে এনেছেন বিজয়।