Chess : দাবা সংস্থার সহ-সভাপতির পদ থেকে প্রদীপ কুমার রায়ের ইস্তফা‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। ইস্তফা দিচ্ছেন রাজ্য দাবা সংস্থার সহ-সভাপতি প্রদীপ কুমার রায়। এনিয়ে রাজ্য সংস্থার সচিবের কাছে ইমেলও করেন তিনি। গত ১৭ এপ্রিল আগামী ১ বছরের জন্য নতুন রাজ্য কমিটি গঠিত হওয়ার ১০ দিন আতিক্রান্ত না হতেই আচমকা কেন এই ইস্তফা?‌ এনিয়ে যোগাযোগ করা হলে উদয়পুর দাবা সংস্থার সচিব তথা আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায় স্পষ্টভাবেই বলেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারনেই আমি ইস্তফা দিতে চলেছি। রাজ্য সংস্থাকে আমি কোনও সময়ই দিতে পারি না, অমরপুরে চাকুরি করায়। ফলে আমার পক্ষে এখন আর ওই পদ আগলে রাখা সম্ভব নয়”। রাজ্য সংস্থাকে ই-মেল করলেও এর উত্তর এখনও তিনি পাননি বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *