ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।। জয় অব্যাহত ওয়েস্ট জোনের। তাও সেন্ট্রাল জোনকে হারিয়ে। এই জয়ের সুবাদে ওয়েস্ট জোন যথারীতি লীগের এক ম্যাচ বাকি থাকতেই রাজ্যস্তরীয় ক্রিকেটের ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৪ আন্তঃ জোনাল রাজ্য ক্রিকেট টুর্নামেন্টে চলছে। প্রথম ম্যাচে সাউথ জোনকে ৪ উইকেটে হারানোর পর আজ, রবিবার দ্বিতীয় ম্যাচে সেন্ট্রাল জোনকে ৭৬ রানের ব্যবধানে পরাজিত করেছে। চারদলীয় রাজ্য ক্রিকেটের লীগ-কাম- নকআউট আসরে পরপর দুই ম্যাচে জয়ী হওয়ার সুবাদে ওয়েস্ট জোন ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে।
নীপকো মাঠে সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে ওয়েস্ট জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট জোন ১৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক বেদব্রত ভট্টাচার্যের ৭১ রান, দেবজ্যোতি পালের ৫১ রান এবং বিশাল শীলের ৩১ রান উল্লেখযোগ্য। সেন্ট্রাল জোনের অভ্রজিৎ দাস ২৮ রানে চারটি, অর্জুন চক্রবর্তী ৩২ রানে তিনটি এবং সুরজ গুরুং ৩৯ রানে ২টি উইকেট পেয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোন ৩৪.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে দিব্যাংশু ঘোষ সর্বাধিক ২৯ রান পায়। এছাড়া, রুবেল আহমেদ পেয়েছে ২৬ রান। ওয়েস্ট জোনের অলরাউন্ডার দেবজ্যোতি পাল ১৭ রানে, রিজোয়ান আলম ২১ রানে এবং রিয়াদ হোসেন ৩০ রানে তিনটি করে উইকেট পেয়েছে। ব্যাটে-বলে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি স্বরূপ অলরাউন্ডার দেবজ্যোতি পালকে ম্যান অফ দ্য ম্যাচ-এর খেতাব দেওয়া হয়েছে।