আগরতলা, ২৩ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় এলেন ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল। শনিবার আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও সাক্ষাত করেছেন।
একদিনের সফরে এসেছেন তিনি। মূলত, একান্ন পীঠের একপিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মায়ের দর্শনে এসেছেন তিনি। ইতিপূর্বেও ত্রিপুরায় এসেছেন তিনি। বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানুর সাথে সংগীত অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে অনুষ্ঠান ছাড়া এই প্রথমবার রাজ্য ভ্রমণ তাঁর।এদিন এমবিবি বিমানবন্দরে গায়িকাকে স্বাগত জানাতে সঙ্গীত অনুরাগী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিশিষ্ট সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল জানান, আগের থেকে ত্রিপুরার চিত্র অনেকটাই বদলে গেছে। চারিদিকে উন্নয়নের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। এদিন বিমানবন্দরে দাঁড়িয়েই সুরে সুরে রাজ্যবাসীকে সম্বোধন করতে দেখা গেছে তাঁকে।