চন্ডীগড়, ২৩ এপ্রিল (হি.স.): সরকারি নির্দেশিকা অমান্য করে ফি বাড়ানোর জন্য পঞ্জাবের ৭২০টি বেসরকারি স্কুলের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। এই বেসরকারি স্কুলগুলির মধ্যে কয়েকটি স্কুল আবার পাঠ্যবই ও ইউনিফর্ম কেনার জন্য সরকারি নির্দেশিকা মতো কাজ করেনি।
গত ৩০ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছিলেন, ফি বাড়াতে পারবে না বেসরকারি স্কুলগুলি, এছাড়াও নির্দিষ্ট দোকান থেকে পাঠ্যবই ও ইউনিফর্ম কিনতেও বাধ্য করা যাবে না। এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছিল। কিছু স্কুল অবশ্য এই নির্দেশ অমান্য করে। তাই ৭২০ স্কুলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।