মুম্বই, ২৩ এপ্রিল (হি.স.): অমরাবতীর সাংসদ ও তাঁর স্বামীর বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল। মতোশ্রীর সামনে হনুমান চালিশা পাঠ করার যে সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন, তার নিন্দা করে পাটিল বলেছেন, “মহারাষ্ট্র সরকার ও বাতাবরণ ক্ষুণ্ন করতে চাইছেন নভনীত রাণা ও তাঁর স্বামী। পাটিল আরও বলেছেন, “মাতোশ্রী-র বাইরে হনুমান চালিসা পাঠ করার দরকারই বা কী, তাঁরা নিজেদের ঘরে বসেই পাঠ করতে পারে। কারও নির্দেশে তাঁরা এমনটাই করছে বলে আমি মনে করি।”
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মতোশ্রীর সামনে হনুমান চালিশা পাঠ করবেন বলে জানিয়েছেন সাংসদ নভনীত রাণা এবং তাঁর ‘বাহুবলী’ স্বামী রবি। এই হুমকি প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। এদিন মুম্বই নভনীতের মুম্বইয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান শিবসেনা কর্মীরা। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, “বাইরে থেকে এসে কেউ যদি বলে তাঁরা ‘মাতোশ্রী’-তে হনুমান চালিসা পাঠ করবে, তাহলে কী শিব সৈনিকরা চুপচাপ বসে থাকবে? যদি কেউ আমাদের বাসভবনে আসার চেষ্টা করে, তবে আমাদেরও একই ভাষায় উত্তর দেওয়ার অধিকার রয়েছে। আমাদের এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার হুমকি দেবেন না।”