তামিলনাড়ু-১৩৭/১
ত্রিপুরা-১০৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। টানা তিন ম্যাচে পরাজয়ের শিকার হল ত্রিপুরা। শুক্রবার তামিলনাড়ুর বিরুদ্ধেও হারলো রাজ্যদল। তিরুবন্তপূরমে অনুষ্ঠিত সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে। কে সি এ মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন ত্রিপুরা পরাজিত হয় ৩৪ রানে। তামিলনাড়ুর ১৩৭ রানের জবাবে ত্রিপুরা ১০৩ রান করতে সক্ষম হয়। টানা ৩ ম্যাচে পরাজিত হয়ে ৬ দলের শেষের স্থানে রয়েছেন অন্নপূর্ণারা। অপরদিকে ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়ে তামিলনাড়ু গ্রুপে দ্বিতীয় স্থানে চলে এসেছে। রাজ্যদলের ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতা পরাজয়ের অন্যতম কারন। যে উইকেটে তামিলনাড়ুর ব্যাটসম্যানরা দাপটের সঙ্গে খেলেছেন সেখানে ত্রিপুরার ‘কাগুজে বাঘ’ব্যাটসম্যানরা মাথা তুলেই দাড়াতে পারেননি।
এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়িকা অন্নপূর্ণা দাস তামিলনাড়ুকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরুতে আপ অবর্ণকে (১৬) তুলে নেওয়ার নেত্রা এল এবং ডি থিরোসকামিনী রুখে দাঁড়ান। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। শেষ পর্যন্ত ওই জুটি অবিচ্ছিন থেকে তামিলনাড়ুকে ১৩৭ রানে পৌঁছে দেন। মেত্রা ৫৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৬২ রানে এবং থিরোসকামিনী ৩৯ বল খেলে ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রানে অপরাজিত থেকে যান।
জবাবে খেলতে নেমে ত্রিপুরা ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুলক্ষণা রায় ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, পূজা পাল ১৯ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১৭, মৌটুসী দে ১১ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং শিউলি চক্রবর্তী ৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। তামিলনাড়ুর পক্ষে এস বি কিরথানা (৩/১০), নীরাঞ্জনা নাগারাজন (২/১৬) এবং এ ইলোক্সি (২/২২) সফল বোলার।