ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। রাজ্য অনূর্ধ্ব-১৪ ক্রিকেট শুরু আগামীকাল, শনিবার থেকে। উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। নরসিংগড় পঞ্চায়েত মাঠে পশ্চিম জোন দল খেলবে দক্ষিণ জোন দলের বিরুদ্ধে এবং নীপকো মাঠে উত্তর জোন দল খেলবে সেন্ট্রাল জোন দলের বিরুদ্ধে। ২৪ এপ্রিলও দুটি খেলা। নীপকো মাঠে পশ্চিম জোন দল খেলবে সেন্ট্রাল জোন দলের বিরুদ্ধে। পঞ্চায়েত মাঠে সাউথ জোন দল খেলবে নর্থ জোন দলের বিরুদ্ধে। ২৬ এপ্রিল পঞ্চায়েত মাঠে সেন্ট্রাল জোন দল খেলবে দক্ষিণ জোন দলের বিরুদ্ধে। নীপকো মাঠে পশ্চিম জোন দল খেলবে নর্থ জোন দলের বিরুদ্ধে।আসরে দক্ষিণ জোন দলকে নেতৃত্ব দেবে সুব্রত চক্রবর্তী। ডেপুটি হিসাবে থাকবে মানিক সরকার। আসরে অংশ গ্রহণের জন্য শুক্রবার ১৭ সদস্যের দক্ষিণ জোন দল ঘোষনা করেন দক্ষিণ জেলা ক্রিকেট কমিটির আহ্বায়ক মহ: নাজমুল হুসেন। আসরে দক্ষিণ জোন দলের কোচ নির্বাচিত হয়েছেন দেবব্রত চৌধুরি। ঘোষিত দল: সুব্রত চক্রবর্তী (অধিনায়ক), মানিক সরকার (সহ অধিনায়ক), আমন দেবনাথ, আফতাব চৌধুরি, জয় চক্রবর্তী, ইমন ত্রিপুরা, জয়দেব মালাকার, সুনম শীল, ধোনি রিয়াং, সুবীর বৈদ্য, তপন ঘোষ, শ্রামীন দেবনাথ, আয়ুষ দেবনাথ, প্রণব দেবনাথ, শিবা নোয়াতিয়া, রবি কুমার নোয়াতিয়া এবং সন্দীপ দেববর্মা। স্ট্যান্ডবাই: সন্দীপন দাস, দ্বীপজয় রায়, রমেন দেববর্মা এবং জয় মজুমদার। কোচ: দেবব্রত চৌধুরি, ম্যানেজার: অজিত দেবনাথ, ট্রেণার: অজিতাভ নাথ।
2022-04-22