ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ফাইনালে পৌঁছুলো। যথেষ্ট লড়াইয়ের মধ্যে এগিয়ে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হল বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনকে। টিসিএ আয়োজিত সদর আন্তঃস্কুল ক্রিকেটে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ও বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দুদিনের দুই ইনিংসের খেলা পুরোপুরি শেষ না হলেও নিয়ম অনুযায়ী প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনের খেলায় ম্যাচ জয়ের ক্ষেত্রে ফিফটি-ফিফটি চান্স ছিল। টস জিতে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তারা ১৫৪ রানে ইনিংস শেষ করে।
জবাবে দিনের খেলা শেষে ভবনস্ ত্রিপুরা ১৫ ওভারে ২৪ রান সংগ্রহ করেছিল। আজ দ্বিতীয় দিনে ভবনস্ ত্রিপুরার মিডল অর্ডারের ব্যাটার্স প্রিয়াংশ মিত্র এবং অধিনায়ক দেবরাজ সরকারের অনবদ্য ব্যাটিং দলকে প্রথম ইনিংসে লিড এনে দেয়। আজ মূলতঃ ৬৯.৪ ওভার খেলে অবশিষ্ট ৮ উইকেট হারিয়ে ২১৮ রান যোগ করে ২৪২-এ পৌছায়। দলের পক্ষে প্রিয়াংশ মিত্র ৪৬ রান এবং দেবরাজ সরকারের ৬৩ রান যথেষ্ট উল্লেখযোগ্য। নজরুল বিদ্যাভবন এর সাহিল দীপঙ্কর দাস তিনটি এবং সাগর বিশ্বাস ও তনয় মন্ডল দুটি করে উইকেট পেয়েছে। ৮৮ রানে পিছিয়ে থেকে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে শেষ পর্যন্ত ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ড্রতে নিষ্পত্তি ম্যাচ, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ফাইনালে উন্নীত হয়েছে। অলরাউন্ডার সুমিত যাদব পেয়েছে ম্যান অব দ্য ম্যাচ এর খেতাব। আগামী ২৪ ও ২৫ এপ্রিল ফাইনাল ম্যাচে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির খেলবে শিশু বিহার স্কুলের বিরুদ্ধে।