Thief : সন্দেহভাজন চোরকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর

বিলোনিয়া, ২২ এপ্রিল : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার কলেজ স্কোয়ার এলাকায় এক সন্দেহভাজন চোরকে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। আটক সন্দেহভাজন যুবককে নাম সুব্রত সরকার। তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকাসহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে গত বেশ কিছুদিন ধরেই ব্যাপকহারে চুরির ঘটনা ঘটে চলেছে। পরপর চুরির ঘটনায় এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কগ্রস্ত। শুক্রবার সকালে স্থানীয় জনগণ সুব্রত সরকার নামে সন্দেহভাজন এক চোরকে আটক করেন। আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। প্রথমে সে মুখ খুলতে চায়নি। শেষ পর্যন্ত গণপ্রহারে সে চুরির দায় স্বীকার করেছে। ক্ষুব্ধ জনতা তাকে বেদম প্রহার করে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখেছে। পরবর্তী সময়ে খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সুব্রত সরকার নামে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে একই কায়দায় কায়দায় গণপ্রহার এর ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে। এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের অন্যতম নজিরও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *