আগরতলা, ২০ এপ্রিল (হি. স.) : অল্পেতে রক্ষা পেয়েছে তিন মাধ্যমিক পরীক্ষার্থী। দুর্ঘটনায় তারা আহত হয়েছে ঠিকই, কিন্ত স্থানীয় মানুষের সহযোগিতায় পরীক্ষায় বসতে পেরেছে।
আজ সিপাহিজলা জেলায় মেত্তা বাড়ি এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক ও এক মহিলা যাত্রী সহ তিন মাধ্যমিক পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ পুটিয়া থেকে মারুতি ভ্যানে চেপে এক মহিলা ও তিন মাধ্যমিক পরীক্ষার্থী বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যাচ্ছিলেন। মেত্তা বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বুলেরু গাড়ির সাথে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ভ্যান চালক গুরুতরভাবে আহত হয়েছেন।
এছাড়া, মহিলা যাত্রী এবং মাধ্যমিক পরীক্ষার্থীরাও সামান্য আঘাত পেয়েছেন।
বুলেরু গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মারুতি ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয় মানুষ ছুটে এসে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেছেন। ফলে, তারা তিনজনই পরীক্ষা দিতে পেরেছে।এদিকে, দুর্ঘটনার পর বুলেরু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুলেরু গাড়িটি অত্যাধিক গতিতে থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

