চেন্নাই, ২০ এপ্রিল (হি. স.) : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেনন প্রবীণ পরিচালক তাতিনেনি রামারাও। মঙ্গলবার মধ্যরাতে তিনি প্রয়াত হন। বুধবার সন্ধ্যায় চেন্নাইয়ে প্রবীণ পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
জানা গিয়েছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন টি রামারাও। মঙ্গলবার মধ্যরাতে চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তাঁর মৃত্যুতে এদিন শোকপ্রকাশ করেছেন অভিনেতা অনুপম খের সহ অন্যান্য বিশিষ্টজনেরা।