জলপাইগুড়ি, ২০ এপ্রিল (হি. স.) : প্রয়াত হলেন বিশিষ্ট চা শিল্পপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণকুমার কল্যাণী। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির একটি নার্সিংহোমে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
কৃষ্ণবাবুর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘উত্তরবঙ্গের একজন শীর্ষস্থানীয় চা শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণীর অকাল মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি। আমি তাঁকে ডুয়ার্সে মা-মাটি-মানুষের একজন নেতৃস্থানীয় মুখ হিসেবে চিনতাম। তাঁর পরিবার ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
করোনা পরবর্তী জটিলতায় বেশ কয়েকমাস ধরে ভুগছিলেন উত্তরবঙ্গের এই তৃণমূল নেতা। মঙ্গলবার দুপুরে শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। বুধবার তাঁকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই প্রয়াত হলেন তিনি।