মুম্বই, ২০ এপ্রিল (হি. স.) : স্বস্তিতে দালালস্ট্রিট। মঙ্গলবারের পর বুধবার ফের ঊর্ধ্বমুখী সূচক । এদিন বাজার খোলার সময় বন্বে স্টক এক্সচেঞ্জের সূচক পাঁচশো পয়েন্ট বেড়ে গিয়ে থামে ৫৬, ৯৯৪.৬৬ পয়েন্টে। সূচক বাড়ে ন্যাশনাল স্টক এক্সেচঞ্জেরও। সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭, ১২৫.১৫ পয়েন্ট।
এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের কম-বেশি সব শেয়ারের দাম কিছুটা হলেও বেড়েছে। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। গত ন’দিন ধরে এই শেয়ারের দাম ছিল নিম্নমুখী। আর বুধবার বাজার খোলার পর শেয়ারের দাম এক শতাংশ বৃদ্ধি পায়। শেয়ারের দাম বেড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মারুতিরও। দুই কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায় তিন শতাংশ। শেয়ারের দাম বেড়েছে টিসিএস, উইপ্রো, এম অ্যান্ড এম, এনটিপিসি, টাইটান, ড. রেড্ডি, ভারতী এয়ারটেল, টেক-এম, ইনফোসিস, নেসলে। প্রতিটি সংস্থার শেয়ারের দাম এক থেকে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুরুতে শেয়ারের দাম পড়ে যায় কোটাক ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড, এল অ্যান্ড টি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফাইনান্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি, টাটা স্টিল, অ্যাপলো হসপিটাল, এইচডিএফসি লাইফ এবং ওএনজিসির। কম-বেশি সব টেলিকম সংস্থার শেয়ারের দাম এদিন কিছুটা হলেও বেড়েছে।