ছিনতাই : চুলকানির স্প্রে ছিটিয়ে তেলিয়ামুড়া বাজারে ছয় লক্ষ টাকা লুট, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল৷৷ দিন দুপুরে শহরে ৬ লক্ষ টাকা ছিনতাই, ঘটনা  ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখার অনতিদূরে৷ ঘটনার বিবরণে জানা যায়, উত্তর মহারানী পুর এলাকার বাসিন্দা প্রকাশ দেববর্মা তার নিজ মামি অর্থাৎ গীতা রানী দেববর্মার সেভিংস একাউন্ট থেকে টাকা তোলার জন্য তেলিয়ামুড়া স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখায় আসে৷ সোমবার সকাল দশটা ২৪ মিনিট নাগাদ প্রকাশ তার মামীর সেভিংস একাউন্ট থেকে ৬ লক্ষ টাকা তুলেন ব্যাংক থেকে৷ ওই সময় ওই এক অপরিচিত যুবক প্রকাশ দেববর্মার উপর নজর রাখছিল৷


 পরে প্রকাশ দেববর্মা ৬ লক্ষ টাকা ভর্তি ব্যাগটি টিআর-০১-এই-১৭১০ নম্বরের বলেরু পিকআপ গাড়িতে এনে রাখে৷ অভিযোগ ওই সময়ই অপরিচিত এক যুবক প্রকাশ দেববর্মার উপর খানিকটা স্প্রে করে৷ পরবর্তী সময়ে প্রকাশ পুরাতন টি আর টি সি এলাকার পার্শবর্তী এক হার্ড ওয়ার্স এর দোকান থেকে লোহার রড সিমেন্ট ক্রয় করে৷ফের ওই অপরিচিত যুবকটি দ্বিতীয়বার প্রকাশের উপর স্প্রে করে৷ এতে প্রকাশ দেববর্মার সমগ্র শরীর চুলকাতে শুরু করে৷


তৎক্ষণাৎ প্রকাশ নিজ গাড়ির মধ্যে টাকা ভর্তি ব্যাগটি রেখে জলের বোতল নিয়ে হাত মুখ পরিষ্কার করার জন্য ব্যাস্ত হয়ে পরে৷ এই ফাঁকেই অপরিচিত যুবকটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়৷ ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়৷ তড়িঘড়ি তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মন টিএসআর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ প্রকাশ যে হার্ড ওয়ার্স এর দোকান থেকে রড, সিমেন্ট ক্রয় করেছিল সেই দোকানের কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে৷


পরবর্তী সময় তেলিয়ামুড়া থানার ওসি ছুটে যান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখায়৷ সেখানেও ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন৷ কিন্তু পুলিশ ওই ছিনতাইবাজকে পাকড়াও করতে ব্যর্থ৷ এরপরেই ওসির নেতৃত্বে টি এস আর বাহিনীর জওয়ানদের নিয়ে থানামুখী হয়ে যান৷