নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি. স.) : দিল্লির জাহাঙ্গীরপুরীতে ফের আক্রান্ত হল পুলিশ। সোমবার দুপুরে জাহাঙ্গীরপুরীর সি-ব্লকে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার টিমকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। যদিও, এই ঘটনায় কেউ আহত হননি। ইট ছোড়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হনূমান জয়ন্তীর শোভাযাত্রাকে ঘিরে হিংসার পর থেকেই এখনও চাপা উত্তেজনা রয়েছে জাহাঙ্গীরপুরীতে।
মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। এরইমধ্যে জাহাঙ্গীরপুরীর সি-ব্লকে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার টিমকে লক্ষ্য করে ছোড়া হল ইট। দিল্লি পুলিশ জানিয়েছেন, সাম্প্রতিক ইট ছোড়ার ঘটনাটিকে বেশি করেই দেখানো হচ্ছে মিডিয়ায়। আসলে অতি সামান্য ঘটনা ছিল। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনকে আটক করা হয়েছে।