Accident: ফিরোজাবাদে মিনি-ট্রাক ও ক্যান্টারের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ১০ জন

ফিরোজাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদে মিনি-ট্রাক ও ক্যান্টার ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। যাত্রীবোঝাই মিনি-ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্টার ট্রাকে ধাক্কা মারে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদ জেলার জাসরানা-এটাহ সড়কে। দুর্ঘটনায় মৃতদের নাম-বিমলা দেবী (৪০), সাভানশ্রী ও মিতরাজ (৭৫)। আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার (গ্রামীণ) অখিলেশ নারায়ণ জানিয়েছেন, মিনি-ট্রাকের যাত্রীরা এক আত্মীয়ের শেষকৃত্য শেষে এটাহ থেকে ফিরছিলেন। ফিরোজাবাদ জেলার জাসরানা-এটাহ সড়কে। মিনি-ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্টার ট্রাকে ধাক্কা মারে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের এবং ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *