Covid19: দৈনিক সংক্ৰমণ ৩৭ হাজারের ঊর্ধ্বে, আমেরিকায় করোনায় ৩৩১ জনের মৃত্যু

ওয়াশিংটন, ১৪ এপ্রিল (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের আতঙ্ক যেন আর যাচ্ছেই না, দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গেলেও মৃত্যুর সংখ্যা রোজই চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৭,৫৮৮ জন। নতুন করে ৩৭,৫৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮২,১৯২,৮৮০-এ পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা কেড়ে নিয়েছে ৩৩১ জনের প্রাণ, আগের দিনের তুলনায় কম। নতুন করে ৩৩১ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১,০১৪,১১৪ জনের। মার্কিন মুলুকে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৮০,০৫২,০৬১ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,১২৬,৭৩৮-তে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *