Protest: জ্বালানির মুল্য বৃদ্ধির প্রতিবাদে সরব সিপিআই 

আগরতলা, ১১ এপ্রিল : সোমবার পেট্রো পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআই সদর বিভাগীয় কমিটি। এদিন সিপিআই সদর বিভাগীয় কমিটির সদস্যরা দলীয় কার্যালয়ের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন।

সোমবার রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৮.২৯ টাকা। ডিজেল লিটার প্রতি ৯৫.২৮ টাকা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই নেতৃত্বরা বলেন, সারা দেশজুড়ে জ্বালানির মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বাদ যাচ্ছে না রান্নার গ্যাসের দামও।  যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু  হু  করে বৃদ্ধি পাচ্ছে। অগ্নি মূল্য ধারন করেছে সবজির দাম। যার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। হিমশিম খেতে হচ্ছে দিনমজুর থেকে শুরু করে সমাজের খেটে খাওয়া মানুষদের।সিপিআই নেতৃত্বদের বক্তব্য, যেভাবে প্রতিনিয়ত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে তার বিরুদ্ধে সরব হতে হবে সমাজের সকল অংশের জনগণকে। সোমবার কমিউনিস্ট পার্টির ডাকে সারাদেশের সাধারণ মানুষকে পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে গর্জে ওঠার আহ্বান জানান নেতাকর্মীরা।