J P Nadda: দেশের প্রতিটি দরিদ্রকে পাকা বাড়ি দেওয়ার প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হচ্ছে : নাড্ডা

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): দেশের প্রতিটি দরিদ্র মানুষকে পাকা বাড়ি দেওয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন, সেই স্বপ্ন পূরণ হচ্ছে। টুইট-বার্তায় জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শুক্রবার একটি টুইট করে নাড্ডা জানিয়েছেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনা-র অধীনে ৩ কোটিরও বেশি বাড়ি তৈরি করা হয়েছে। ‘হর দম, হর কদম রাষ্ট্র নির্মাণ’-এ প্রতিটি গৃহহীন মানুষ যতক্ষণ না পর্যন্ত মাথার ওপর ছাদ পাচ্ছেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে।”

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এদিন জানান, “ইন্দিরা গান্ধী আবাস যোজনার অধীনে ৬০ বছরে মাত্র ৩.২৬ কোটি বাড়ি তৈরি করা হয়েছিল, অথচ আমরা বিগত ৮ বছরে ২.৫০ কোটিরও বেশি বাড়ি তৈরি করেছি।” এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “দেশের প্রতিটি দরিদ্রকে পাকা বাড়ি দেওয়ার সঙ্কল্পে আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। জনগণের অংশগ্রহণেই ৩ কোটির বেশি বাড়ি নির্মাণ সম্ভব হয়েছে। মৌলিক সুবিধা সম্বলিত এই বাড়িগুলি এখন নারী ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছে।”

উল্লেখ্য, দেশের বিভিন্ন গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) অধীনে ২.৫২ কোটি বাড়ির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এ জন্য ১.৯৫ লক্ষ কোটি টাকা অনুমোদিত হয়েছে। দেশের বিভিন্ন শহরে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার (শহর) অধীনে ৫৮ লক্ষ বাড়ি নির্মিত হয়েছে, এ জন্য অনুমোদিত হয়েছে ১.১৮ লক্ষ কোটি টাকা। প্রতিটি বাড়িতেই রয়েছে মৌলিক সুবিধা, যেমন-গ্যাস কানেনকশন, জলের কানেকশন ও বিদ্যুৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *