পানাজি, ৭ এপ্রিল (হি.স.) : গোয়া পুলিশের নতুন মহানির্দেশক হলেন ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার যশপাল সিং। তাঁকে বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে গোয়া পুলিশ বাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা স্বাগত জানিয়েছেন।
গত ৩১ মার্চ প্রাক্তন ডিজিপি আই ডি শুক্লার অবসর নেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রক তাকে নতুন ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ হিসাবে নিযুক্ত করেছে এবং এদিন থেকেই তিনি ডিজিপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।যশপাল সিং হলেন অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাডারের ১৯৯৬ সালের ব্যাচের আইপিএস অফিসার। এরআগে তিনি দিল্লি পুলিশের বিশেষ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।প্রাক্তন ডিজিপি গোয়া ছিলেন একজন ১৯৯৫ সালের ব্যাচের ক্যাডারের অফিসার ছিলেন।