Hockey : সুস্থ ভারতীয় হকিদলের স্টার স্ট্রাইকার রানি রামপাল, আসন্ন ম্যাচে ফের দেখা যাবে মাঠে

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : চোট সারিয়ে সুস্থ ভারতীয় হকিদলের স্টার স্ট্রাইকার রানি রামপাল। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে বিশ্রামে চলে গিয়েছিলেন রানি রামপাল। চিকিৎসা চলছিল বেঙ্গালুরুর রিহ্যাব সেন্টারে। নেদারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ম্যাচে তাঁকে ফের মাঠে দেখা যাবে।


কোচ জ্যানেক স্কুপম্যান জানিয়েছে, ‘স্কোয়াডে রানি রামপালের প্রত্যাবর্তন আমাদের কাছে বাড়তি পাওনা। দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় যোগ দিয়েছেন। আশা করছি নতুন খেলোয়াড়েরা ভালো পারফরম্যান্স করবে।‘ রানি রামপালের ব্যাপারে কোচ জানিয়েছেন, ‘ও দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য চেষ্টা চালিয়েছিল। চোট পাওয়ায় মানসিক দিক থেকেও কিছুটা ভেঙে পড়ে। রিহ্যাব সেন্টারে চিকিৎসার পাশাপাশি চলছিল কাউন্সেলিং। রানি সুস্থ হয়ে ওঠার খবরে দল বেশ চাঙ্গা। আগামীকয়েদিন ট্রেনিং চলবে।‘ রানি রামপালকে শেষবার দেখা গিয়েছিল টোকিও অলিম্পিকে। নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় হকি ফেডারেশন ২২ জনের খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় নতুন মুখ মিডফিল্ডার মাহিমা চৌধুরী এবং স্ট্রাইকার ঐশ্বর্য রাজেশ চৌহান। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে উপাসনা সিংহ, প্রীতি দুবে বন্দনা কাটারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *