CPIM : সন্ত্রাসী সংগঠন পিএফআই-কে প্রশিক্ষণ দিচ্ছে কমিউনিস্ট সরকার, অগ্নিনির্বাপণের নামে প্রশিক্ষণ

তিরুবনন্তপুরম ও নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): কেরলের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) প্রশিক্ষণও দিচ্ছে কেরল সরকার। কেরলের দমকল বিভাগ সম্প্রতি পিএফআই-এর কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই প্রশিক্ষণ শিবিরের ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পরই আলোড়ন পড়ে গিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছেন হিন্দুত্ববাদীরা। মনে করা হচ্ছে, কেরলে ইসলামিকরণের পথে এটি আরেকটি পদক্ষেপ।

কেরলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস, যা কেরল ফায়ার ব্রিগেড নামেই পরিচিত, সম্প্রতি এর্নাকুলাম জেলার আলুভাতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। আগুন লাগার সময় তা থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু যেভাবে শারীরিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, তাতে বোঝাই যাচ্ছে প্রকৃত উদ্দেশ্য ছিল অন্য কিছু। কেরল সরকার এমন একটি সন্ত্রাসী সংগঠনকে প্রশিক্ষণ দিয়েছে যে সংগঠন দেশে বহু হিংসা ও সন্ত্রাসী ঘটনায় ভূমিকা রাখে। দিল্লি দাঙ্গায়ও পিএফআই-এর যোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে এর্নাকুলামের দমকল বিভাগকে প্রশ্ন করা হলে তাঁরা জানিয়েছে, পিএফআই-এর সঙ্গে অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ কর্মসূচি উচ্চ আধিকারিকদের নির্দেশের পরে আয়োজিত হয়েছিল।

আলুভা ফায়ার ব্রিগেড অফিসে কর্তব্যরত কর্মীরা বলেছেন, পিএফআই কর্মীদের আগুন লাগার সময় উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভবিষ্যতেও কী পিএফআই-কে এমন প্রশিক্ষণ দেওয়া হবে, এ বিষয়ে দমকল বিভাগের আধিকারিকরা বলেছেন, উপর তলার নির্দেশ অনুসরণ করেছেন তাঁরা। এখন পর্যন্ত এই নির্দেশ শুধুমাত্র পিএফআই-এর জন্য দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, কেরলে পিএফআই-এর একটি বড় নেটওয়ার্ক রয়েছে এবং তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ও আরএসএস-এর মতাদর্শের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আসছে। পিএফআই-এর বর্বরতা মানুষকে হতবাক করে দিয়েছিল যখন সংগঠনের সদস্যরা মালায়ালাম অধ্যাপক টি জে জোসেফের হাত কেটে ফেলেছিল। জোসেফকে ইসলামের নবী মুহাম্মদ সম্পর্কে লেখা একটি নিবন্ধের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। প্রকৃতপক্ষে, কেরলের কমিউনিস্ট সরকারের পূর্ণ সমর্থন রয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র ওপর।