আগরতলা, ২ এপ্রিল : পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার পোস্ট অফিস চৌমুহনীতে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেছে সদর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা মিসেস জারিতা। এছাড়া সদর জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে সামিল হন।
বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা অভিযোগ করেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কাঁধে অস্বাভাবিক বোঝা চাপানোর চক্রান্তে লিপ্ত হয়েছে। গরিব মানুষের আয়ের ক্ষমতা বাড়ানোর বদলে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মানুষের ওপর একের পর এক করের বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। গত ১২ দিনে পেট্রোল-ডিজেলের দাম কম করে ৭ টাকা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে। রান্নার গ্যাসের মূল্য ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। এর প্রভাব সরাসরিভাবে গরিব কৃষিজীবী সহ সকল অংশের মানুষের উপর পড়ছে। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী মনোভাবের প্রতিবাদে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা আরো বলেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধির যথেষ্ট আশঙ্কা রয়েছে। কেননা পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটলে পরিবহন মূল্য বৃদ্ধি ঘটে। পরিবহন মূল্য বৃদ্ধি হলে স্বাভাবিক কারণেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। যদিও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি তেল উৎপাদনকারী সংস্থা গুলির উপর নির্ভর করে তথাপি কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে হস্তক্ষেপ করা জরুরি বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করলে এধরনের মূল্যবৃদ্ধি ঘটতো না বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুলিকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের উপর কর কমানোর জন্য তিনি দাবি জানিয়েছেন। এসব বিষয়ে সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ না করলে কংগ্রেস দল গোটা দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তিনি উল্লেখ করেন।
2022-04-02