অসমে চলছে রাজ্যসভার দুই আসনের নির্বাচন, সকাল নয়টা থেকে শুরু ভোটগ্ৰহণ, সন্ধ্যা ছয়টায় ফলাফল

গুয়াহাটি, ৩১ মার্চ (হি.স.) : নির্ধারিত সূচি অনুযায়ী আজ ৩১ মার্চ সকাল নয়টা থেকে রাজ্য বিধানসভার সেন্ট্রাল হল-এ চলছে অসমের দুই আসনের জন্য ভোটগ্ৰহণ। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। এদিন সন্ধ্যা পাঁচটা থেকে শুরু হবে ভোটগণনা, ফলাফল ঘোষণা হবে ছয়টায়।

রাজ্যসভার নিৰ্বাচনে মিত্রজোটের বিজেপি প্রার্থী পবিত্ৰ মাৰ্ঘেরিটার জয় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। দ্বিতীয় আসনে শরিক দল ‘ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল’ (ইউপিপিএল)-প্ৰাৰ্থী রণগৌরা নাৰ্জারিকে প্রার্থী করেছে শাসক বিজেপি। অন্যদিকে দ্বিতীয় আসনে বিরোধীজোট প্ৰাৰ্থী কংগ্রেসের রিপুন বরার মধ্যে প্রবল প্ৰতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে প্রথম আসনে সরকারিভাবে ঘোষণা না হলেও বিজেপি প্রার্থী পবিত্র মার্ঘেরিটা ইতিমধ্যে বিজয়ী বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় আসনেও জোটপ্রার্থী ইউপিপিএল-এর রণগৌরা নার্জারি জয়ী হবেন বলে দাবি করেছে বিজেপি। উল্টো দিকে বিরোধীদের দাবি, তাঁদের মনোনীত প্রার্থী কংগ্রেসের রিপুন বরাই জয়ী হবেন।

সকাল নয়টায় ভোটগ্ৰহণ শুরু হলে প্রথম ভোট দিয়েছেন বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-এর বিধায়ক দুর্গাদাস বড়ো। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সর্বপ্রথম ভোট দিয়েছেন সিদ্ধার্থ ভট্টাচার্য। জানা গেছে, শাসক ও বিরোধী কয়েকজন বিধায়কের ভোট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিপিএফের বিধায়ক দুর্গাদাস বড়ো নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী রাইজর দলের বিধায়ক অখিল গগৈ।

প্রসঙ্গত. কংগ্ৰেস এবং বিরোধী এআইইউডিএফ নিৰ্বাচনের দিন পৃথক পৃথক ভাবে দলের পক্ষ থেকে থ্ৰি-লাইন হুইপ জারি করেছে।

উল্লেখ্য, একজন প্রার্থীকে নির্বাচিত হওয়ার জন্য ৪৩টি ভোট পেতে হবে। ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি এবং তার সহযোগীদের মিলিয়ে ভোট রয়েছে ৮৩টি। বাকি বিরোধী কংগ্রেসের ২৬, এআইইউডিএফ-এর ১৫, সিপিআই (এম) এবং নির্দলীয় (রাইজর দল)-এর ভোট মোট ৪৩টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *