কলকাতা,৩০ মার্চ (হি. স.): গত বৃহস্পতিবার প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় । অভিষেকের মৃত্যুর পরই একাধিক ভুয়ো খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় । বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ”অর্থনৈতিক দিক থেকে একেবারেই সুরক্ষিত” মন্তব্য প্রয়াত অভিষেক স্ত্রী সংযুক্তার ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতার স্ত্রী সংযুক্তা লেখেন , ‘আমি ও আমার মেয়ে সাইনা, মানসিক দিক থেকে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । এই সময়টা একটু নিজেদের মতো করে থাকতে চাই । আমি সবাইকে অনুরোধ করছি অভিষেকের সম্পর্কে বেশ কিছু ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো থেকে দূরে থাকবেন । অভিষেক খুব বড় মনের মানুষ ছিলেন । তিনি আজ নেই তাঁর পরিবার অর্থনৈতিক দিক থেকে একেবারেই সুরক্ষিত । অভিষেকের কাছে পরিবারই সব ছিল । তাঁর মৃত্যুর পর যাতে পরিবারের কোনও সমস্যা না হয় সে বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতেন তিনি । তাছাড়াও আমিও কর্মরত ” ।