Volodymyr Zelensky: রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান জেলেনস্কির, বললেন স্বাধীনতাকে সমর্থন করুন

কিয়েভ, ২৪ মার্চ (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত বিশ্বকে প্রতিবাদের আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় জেলেনস্কি জানিয়েছেন, ২৪ মার্চ থেকে ইউক্রেনকে সমর্থন করার জন্য, স্বাধীনতাকে সমর্থন করার জন্য এবং জীবনকে সমর্থন করার জন্য ইউক্রেনীয় প্রতীক নিয়ে এগিয়ে আসুন। তিনি আরও বলেন, আপনার জায়গায়, আপনার রাস্তায় নেমে আসুন। নিজেকে দৃশ্যমান করুন।

ইউক্রেনে রুশ হামলার এক মাস পূর্তির দিনে জেলেনস্কির এই আবেগঘন বক্তব্যে রুশ হামলার বিরুদ্ধে কথা বলতে বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা আপনাদের অফিস থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে শান্তির নামে বেরিয়ে আসুন। তিনি বলেন, বিশ্বকে অবশ্যই্ এই যুদ্ধ বন্ধ করতে হবে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের পর এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, নিজ দেশ ছেড়েছেন লক্ষ লক্ষ মানুষ।