Hardeep singh Puri : বুদাপেস্ট থেকে ভারতীয়দের শেষ ব্যাচ ফিরল দেশে, উচ্ছ্বসিত হরদীপ পুরী

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): অপারেশন গঙ্গা অভিযানের আওতায় যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জোর কদমে। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ভারতীয়দের নিয়ে দেশে ফিরল শেষ ব্যাচ। বুদাপেস্ট থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৬১৭৭ জন ভারতীয়কে। বুদাপেস্ট থেকে শেষ ব্যাচের পড়ুয়াদের নিয়ে এদিন দিল্লি পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

কেন্দ্রীয় মন্ত্রী পুরী টুইট করে জানিয়েছেন, “বুদাপেস্ট থেকে আমাদের ৬১৭৭ জন পড়ুয়াদের শেষ ব্যাচ নিয়ে দিল্লিতে পৌঁছে আনন্দিত। বাড়িতে পৌঁছনোর পর সকলের মধ্যে আনন্দ, উদ্দীপনা এবং স্বস্তি রয়েছে। শীঘ্রই তাঁরা বাবা-মা ও পরিজনদের কাছে পৌঁছে যাবে। তাঁদের সাহায্যে আসায় মূগ্ধ।” ভারতীয়দের ফিরিয়ে আনতে সাহায্য করায় হাঙ্গেরি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *